নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
মুখ্যমন্ত্রী লেখেন, "রাজ্য সরকার টাকা ক্ষতিপূরণ দেবে। উত্তর কন্নড় জেলার ইয়েল্লাপুর এবং রাইচুর জেলার সিন্ধানুরে দুটি পৃথক দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে 3 লাখ টাকা। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাড়াহুড়ো, বেপরোয়া গতি এবং অসাবধানতাই দুর্ঘটনার কারণ। আমি আপনাকে সাবধানে গাড়ি চালাতে এবং নিরাপদে থাকার জন্য অনুরোধ করছি"।