নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “আগামীকাল আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব।”
#WATCH | "Tomorrow we will announce (our list of candidates)," says Karnataka CM Siddaramaiah after the Congress Central Election Committee (CEC) meeting in Delhi pic.twitter.com/wN8Q8VTSbs