নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের বিজেপি সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র বলেছেন, “বর্তমান কংগ্রেস সরকার রাজ্যের উন্নয়ন নিয়ে মোটেই চিন্তিত নয়। রাজ্যে উন্নয়নের কাজ থমকে গিয়েছে। এবার উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রামনগর জেলার নাম বদলে বেঙ্গালুরু দক্ষিণ করার কথা বলছেন।”
তিনি আরও বলেছেন, “এই সিদ্ধান্তের পেছনে কী আছে ভগবানই জানেন। পুরো কর্ণাটক জানে যে ডি কে শিবকুমার কেবল রিয়েল এস্টেটে আগ্রহী। আমি মনে করি এই চিন্তাভাবনার পিছনে একটি রিয়েল এস্টেট এজেন্ডা রয়েছে। এটা একটা রাজনৈতিক গিমিক।”