যৌন হেনস্তার অভিযোগ! গ্রেফতার হলেন এই জনপ্রিয় অভিনেতা

যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka actor

নিজস্ব সংবাদদাতা: : শুক্রবার কর্ণাটক পুলিশ বিখ্যাত কন্নড় টিভি সিরিয়াল অভিনেতা চারিথ বালাপ্পাকে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে  গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে এক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ নিয়ে এসেছে।  রাজরাজেশ্বরী নগর পুলিশ ২৯ বছর বয়সি অভিনেত্রীর অভিযোগের পর অভিনেতাকে গ্রেফতার করেছে।

পুলিশ তার বিরুদ্ধে ধারা 115(2) (স্বেচ্ছায় অন্য ব্যক্তিকে আঘাত করা), 308(2) (কাউকে সম্পত্তি, টাকা দিতে বাধ্য করার জন্য হুমকি, ভয় বা ভয় দেখানোর কাজ হিসাবে চাঁদাবাজি) এর অধীনে এফআইআর নথিভুক্ত করেছে। ডিসিপি (পশ্চিম) এস গিরিশ শুক্রবার বলেছেন যে অপরাধটি ২০২৩ এবং ২০২৪ এর মধ্যে হয়েছিল এবং ১৩ ডিসেম্বর নির্যাতিতা পুলিশ অভিযোগ দায়ের করতে এগিয়ে এসেছিলেন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা আগে অভিনয় করতেন। ২০২৩ সালে অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সময় প্রণয়ের সম্পর্কে আসার জন্য তরুণীকে মানসিকভাবে চাপ দিতে থাকেন অভিনেতা। শুধু তাই নয় যৌনহেনস্তা করেন তরুণীকে। তাঁকে খুন করার হুমকি পর্যন্ত অভিনেতা দিয়েছিলেন বলে নির্যাতিতা অভিযোগ করেন।