নিজস্ব সংবাদদাতা: উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা মামলায় নতুন আপডেট। বাবার অসুস্থতার কারণে আজ কারকারডুমা আদালত শাহরুখ পাঠানকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/v2/comp/delhi/90/011p70490/catalogue/karkardooma-court-karkardooma-delhi-courts-10ip585-420362.jpg)
জানা গেছে যে শাহরুখ পাঠানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় দীপক দাহিয়া নামে একজন পুলিশ কনস্টেবলের দিকে পিস্তল তাক করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।