নিজস্ব সংবাদদাতাঃ আজ দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৩ তম জন্মদিন পালন হচ্ছে। একের পর এক রাজনৈতিক নেতা ও অন্যান্য দেশের রাজনেতারা তাঁর এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি। তবে এই বিশেষ দিনেও খোঁচা খাওয়া থেকে অব্যাহতি পেলেন না দেশের প্রধানমন্ত্রী। আজ রবিবার মোদীর জন্মদিন উপলক্ষে ‘সনাতনী’ খোঁচা দিলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Kapil Sibal)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে 'সনাতনী' হওয়ার পরামর্শ দিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিনে কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, 'আপনি যদি রাম মন্দির বানান, তাহলে আপনি রাম হবেন না। রাম তো সেই যে রামের দেখানো পথে হাঁটবে।'
মোদীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কপিল সিব্বল বলেন, 'আপনি সনাতন ধর্মের বিরোধী বলেও আপনি সনাতন ধর্মের বিরোধী হবেন না। তুমি আমাকে শুধু সনাতনীর একটি গুণ বলো... সনাতনী সহিংসতা, বৈষম্যের কথা বলে না।‘ কপিল সিব্বল আরও বলেন, 'প্রধানমন্ত্রী মোদী নিজে সনাতন নন এবং যারা সনাতন নন, তাঁরা কি সনাতন ধর্মরক্ষা করবেন? আসল সনাতনী ছিলেন গান্ধীজি, যিনি সত্যের ভিত্তিতে হেঁটেছিলেন, তিনি স্যুট-বুট বা কর্বেট পার্কে যেতেন না। সনাতন ধর্মের লোকেরা ভবন ভাঙে না। ''
সংসদের বিশেষ অধিবেশন সম্পর্কে তিনি বলেন, "সংসদে কী ঘটতে চলেছে তা আমরা তখনই বলতে পারব যখন একটি প্রস্তাব পেশ করা হবে। আমি জানি না কী উপস্থাপন করা হবে। এর আগে যখনই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হত, আমাদের আগে থেকেই এজেন্ডা জানিয়ে দেওয়া হত।“
এর আগে কপিল সিব্বল তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছিলেন যে যখন সৈন্যরা শহীদ হয়, তখন সনাতনী উদযাপন করেন না।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিনায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে বিরোধীরা সনাতন ধর্মকে ধ্বংস করার এবং দেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে আক্রমণ করার পরিকল্পনা করছে।
#WATCH | Delhi: On giving a suggestion to Prime Minister Narendra Modi on his 73rd birthday, Rajya Sabha MP Kapil Sibal says "Become a Sanatani." pic.twitter.com/OtSWEZJ9d9
— ANI (@ANI) September 17, 2023
#WATCH | Delhi: On 'Sanatana Dharma' row, Rajya Sabha MP Kapil Sibal says "Are they (BJP) the votaries or protectors of 'Sanatana Dharma'? The virtues of 'Sanatana Dharama' are honesty, no injury to living beings, purity, charity, patience... Do they have even one of these… pic.twitter.com/6eeKqAKNbq
— ANI (@ANI) September 17, 2023