নিজস্ব সংবাদদাতা: দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার কপিল সাংওয়ান (নান্দু গ্যাং) এর গুরুত্বপূর্ণ সদস্য আশিস রাঠি। তার কাছ থেকে একটি পিস্তল ও দুটি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশ এই বিষয়ে জানিয়ে দিয়েছে।
Ashish Rathi, a key member of Kapil Sangwan (Nandu gang) arrested by the Special Cell of the Delhi Police. A Pistol & two live cartridges recovered from his possession: Delhi Police