নিজস্ব সংবাদদাতা: অপেক্ষা আর কিছু ঘন্টার, তারপরই দীর্ঘ ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন চলছে তার শেষ মুহুর্তের প্রস্তুতি। তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন তিনি। প্রধানমন্ত্রী মোদি আজ অর্থাৎ ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন।
ধ্যান মণ্ডপে যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন, সেই স্থানেই দিনরাত ধ্যান করবেন প্রধানমন্ত্রী মোদি।
/anm-bengali/media/media_files/CCQogqSX1Og1an62DpTv.jpg)
/anm-bengali/media/media_files/mshEBpKTemJwBobC6xQy.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)