কঙ্গনা কে অপমান, একহাত নিলেন মনোজ

'বিজেপি ভারতের শিল্পী ও মহিলাদের সম্মান করে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kangana vs supriya.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মান্ডি থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যা একেবারেই ভালো চোখে নেয়নি কংগ্রেস। তাই তো কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছেন। সেই পোস্টের বিষয়ে এবার পালটা সুর চড়াল বিজেপি।

publive-image

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এদিন বলেন, “আমি অবাক হয়েছি যে মহিলা এবং শিল্পীদের প্রতি কংগ্রেসের এমন চিন্তাভাবনা রয়েছে। বাস্তব এবং রিল জীবনের মধ্যে পার্থক্য রয়েছে। রিল লাইফে তিনি একজন শিল্পী। একাধিক ভূমিকা পালন করতে হয় তাঁদের। তা নিয়ে সুর চড়ানো ঠিক নয়। বিজেপি ভারতের শিল্পী ও মহিলাদের সম্মান করে”।

manoj tiwarii wew.jpg

Add 1