২৯ বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন কামি রিতা শেরপা

ইতিহাস গড়লেন কামি রিতা শেরপা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। এই এভারেস্ট জয় যে কোন ব্যক্তির কাছে এক বিস্ময়কর স্বপ্ন। তবে নেপালের কামি রিতা শেরপার কাছে এটি যেন ' জলভাত '। কেননা একমাত্র তিনিই প্রথম শেরপা, যিনি কিনা ২৯ বার মাউন্ট এভারেস্টের পর্বতশৃঙ্গ জয় করেছেন। 

Kami Rita Sherpa: Nepal's 'Everest Man' claims record 29th summit -  Aletihad News Center

সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ রবিবার ১২ই মে স্থানীয় সময় সকাল ৭:২৫ নাগাদ ৫৪ বছর বয়সী কামি রিতা শেরপা ২৯তম এভারেস্ট জয় করেছেন। এভারেস্টের পাশাপাশিও তিনি ৮ বার সর্বোচ্চ শৃঙ্গ চো ইয়ো, ১ বার লোতসে, ১ বার কারাকোরাম পর্বতশৃঙ্গ জয় করেছেন।

Nepal: 'Everest Man' Kami Rita claims record 29th summit – DW – 05/12/2024

Add 1