উপনির্বাচনে কামাল: বিরোধী প্রার্থী শূন্য, ভোট গণনা শুরু হতেই দুই বিধানসভা উপনির্বাচনে জয় ঘোষণা শাসক প্রার্থীর- কোন দুই আসন?

কোন দুই আসনে জয় ঘোষণা হয়ে গেল শাসক প্রার্থীর?

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: ভোট গণনা শুরু হতেই সিকিমের দুই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপনির্বাচনে জয় ঘোষণা করা হল শাসক প্রার্থীর। সিকিম ক্রান্তিকারি মোর্চার আদিত্য গোলে (তামং) সোরেং-চাকুং বিধানসভা উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সিকিম ক্রান্তিকারি মোর্চার সতীশ চন্দ্র রাই নামচি-সিংহিথাং বিধানসভা উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।