জাতীয় শিক্ষানীতির জের : হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতায় এবার কমল হাসান

কি বললেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
kamal hasan .jpg

নিজস্ব সংবাদদাতা : জাতীয় শিক্ষানীতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কমল হাসান। কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তিনি। বিশিষ্ট অভিনেতা ও মাক্কাল নিধি মাইয়াম-এর প্রধান, কমল হাসান বলেন, ''তামিলনাড়ুর মানুষের ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা এর আগেও হয়েছে। তামিলনাড়ুর মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছেন, এবং এখানকার জনগণ জানেন যে ঠিক কোন ভাষা তাদের প্রয়োজন।''