কাউকে অনুকরণ করা এক ধরনের শিল্প! বিতর্কের মধ্যে কী বললেন কল্যান বন্দ্যোপাধ্যায়

মিমিক্রি বিতর্কে মুখ খুললেন কল্যান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাউকে অনুকরণ করা এক ধরনের শিল্প। জগদীপ ধনখড় যদি সৌজন্যের কথা বলেন, তাহলে উনি রাজ্যসভায় সৌজন্যমূলক ব্যবহার আদৌ করেন কি?

author-image
Tamalika Chakraborty
New Update
kalyan banerjee.jpg

নিজস্ব সংবাদদাতা:  মিমিক্রি বিতর্কে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাউকে মিমিক্রি করা এক ধরনের শিল্প। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উচিৎ তাঁর এই গুনকে সম্মান জানানো। কল্যান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। কাউকে অনুকরণ করা এক ধরনের শিল্প। তাঁর উচিৎ আমার এই গুনকে সম্মান করা। উনি আর আমি একই পেশায় রয়েছি। উনিও সিনিয়র আইনজীবী, আমিও। জানি না কেন আহত হলেন উনি। উনি যদি সৌজন্যের কথা বলেন, তাহলে আমারও প্রশ্ন, উনি রাজ্যসভায় ,সৌজন্যমূলক ব্যবহার আদৌ করেন কি?'