কালকাজি বিধানসভাতে লড়াই শুরু বিজেপি বনাম আপের, শুরু তীর্যক আক্রমণও

'অরবিন্দ কেজরিওয়ালের কারণে দিল্লি ভুগছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। আর তাই একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি চলছেই। এদিন কালকাজি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, রমেশ বিধুরি বলেন, “কালকাজি বিধানসভা আসন পুনরুদ্ধার করার জন্য আমার উপর আস্থা দেখানোর জন্য আমি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। অরবিন্দ কেজরিওয়ালের কারণে দিল্লি ভুগছে। কালকাজির লোকেরাও মুখ্যমন্ত্রী অতীশির অধীনে 'আপডা'-এর মুখোমুখি হয়েছে”।

ramesh bidhu

আর এদিকে, কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন রাজ্য নির্বাচনে বিজেপি নেতা রমেশ বিধুরি প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে, দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি বলেন, “রমেশ বিধুরি ১০ বছর ধরে দক্ষিণ দিল্লির সাংসদ। তার দল তাকে এমপি টিকিট দেওয়ার যোগ্য বলে মনে করেননি। তাঁর কাজের উপর ভিত্তি করে যখন তাঁর দল রমেশ বিধুরীর কাজকে বিশ্বাস করে না, তখন কালকাজি বিধানসভা কেন্দ্রের মানুষ তাঁকে কীভাবে বিশ্বাস করবে?”

atishigj.jpg