‘ভারতীয় অর্থনীতি তলানিতে…সবচেয়ে অযোগ্য অর্থমন্ত্রী’, মন্তব্য করলেন এই মন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের করা এক মন্তব্য নিয়ে বিশেষ বক্তব্য পেশ করেছেন কর্ণাটকের মন্ত্রী।

author-image
Probha Rani Das
New Update
modi sonia.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের 'সুপার পিএম' কটাক্ষ প্রসঙ্গে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেছেন, “এই সরকার গঠনের পর ১০ বছর কেটে গেছে তারা এখনও খবরে থাকার জন্য পণ্ডিত নেহরু, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের উপর নির্ভর করে। অর্থাৎ গত ১০ বছরে তারা কিছুই অর্জন করতে পারেনি। নির্মলা সীতারাম কর্ণাটক থেকে নির্বাচিত হয়েছেন এবং কর্ণাটকের জন্য তিনি কী করেছেন সে সম্পর্কে তাঁর একটি শ্বেতপত্র পেশ করা উচিত। কর্ণাটকে যে ১৪ ও ১৫ তম আর্থিক অবিচার করা হচ্ছে সে সম্পর্কে তাঁর কথা বলা উচিত। তাঁর বলা উচিত কেন মনরেগা শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে না তাঁর সজাগ দৃষ্টিতে ভারতীয় অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। তিনি সম্ভবত ভারতের সবচেয়ে অযোগ্য অর্থমন্ত্রী।” 

স্ব

স

স