নিজস্ব সংবাদদাতাঃ কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে সংসদের ইতিহাসে। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ১৪১ জন সাংসদকে। এহেন ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা প্রসঙ্গে লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের চিফ হুইপ কে সুরেশ (K Suresh) বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "এই সরকার বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কালো আইন চাপিয়ে দিচ্ছে। আমরা এই পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত কারণ আমাদের দাবি সত্য যে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে লোকসভায় বিবৃতি দেবেন।“