নিজস্ব সংবাদদাতা: শতাব্দীর কলঙ্কিত অধ্যায় আরজি করের ঘটনা। নিজেরই হাসপাতালে এই ভাবে ধর্ষিত ও খুনের ঘটনা এর আগে কেউ কোথাও দেখেনি। তাই সেই ঘটনাকে ঘিরে এখনও সরগরম রাজ্য সহ গোটা দেশ। আর এই মামলাতে এবার সমান ভাবে দুশ্চিন্তা প্রকাশ করলেন বিচারপতি জেবি পারদিওয়ালা। এই নক্ক্যারজনক ঘটনা এবং পরবর্তীতে পুলিশ ও রাজ্য সরকারের যাবতীয় পদক্ষেপ এই সব দেখে আজ শুনানিতে দুশ্চিন্তা প্রকাশ করলেন বিচারপতি।
এদিন তিনি বলেন, “আমার ৩০ বছরের কেরিয়ার জীবনে এমন ঘটনা আগে দেখিনি। রাজ্যের এমন হস্তক্ষেপ তাও দেখিনি”। এদিনবিচারপতি পারদিওয়ালা রাজ্যের সহকারী পুলিশ সুপারের আচরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।‘কেন তিনি এমন আচরণ করেছিলেন ঘটনার দিন, তাও জানতে চেয়েছেন”।
Justice JB Pardiwala remarks that the entire procedure followed by the WB state is something which he has not come across...
Justice Pardiwala further raises doubt on the conduct of the assistant superintendent of police and asks why did she act in this manner.