নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়ারা।
ডঃ চন্দ্রবাবু রজক বলেছেন, "আমরা সরকারের কাছে আরজি করের ঘটনায় যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। কেন দেরি হচ্ছে? ১৫ আগস্ট রাতে চিকিৎসকদের সঙ্গে যে ঘটনাটি ঘটল, যারা নীরব প্রতিবাদ করছিলেন, কেন এমন ঘটল?
আমরা যে চিকিৎসকরা জীবন বাঁচাই, তারা নিরাপদ নই। আমরা সরকারের কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমস্যাগুলি সমাধান করুন, অন্যথায় আমাদের জরুরি পরিষেবাগুলিও বন্ধ করে দিতে হবে। এত নিরাপত্তা ও হোমগার্ডের পরেও হাজার হাজার মানুষ এসে সরকারি সম্পত্তি ভাঙচুর করল, এটা কী করে সম্ভব?”
#WATCH | Jabalpur, MP: Dr Chandrababu Rajak says, "We appealed to the government to take action as soon as possible on RG Kar's incident. Why is it being delayed? The incident that happened on the night of 15th August with the doctors who were protesting silently, why did it… https://t.co/ylFb0tbo16pic.twitter.com/PXXQcB5Q7R