জেপিসি বৈঠকে ধুন্ধুমার বাঁধলো বিজেপি ও বিরোধী সাংসদদের মধ্যে

সরকার আগে থেকেই তাঁদের অবস্থান ঠিক করে এসেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে উত্তেজনা ছড়াল শুক্রবার। বিরোধী সদস্যদের হট্টগোলের জেরে উত্তপ্ত হল পরিস্থিতি। পরিস্থিতি এতটাই বেসামাল হল যে, মার্শালদের হস্তক্ষেপ করতে হল শেষমেশ। এর জেরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি-সহ ১০ জন বিরোধী সাংসদকে আজকের বৈঠক থেকে সাসপেন্ড করা হল। তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও। 

আগে দেখে নিন সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকা

আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM)
কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC)
নাদিমুল হক (TMC)
মহিবুল্লাহ নদভী (Samajwadi Party)
সৈয়দ নাসির হোসেন (Congress)
ইমরান মাসুদ (Congress)
মহম্মদ জাভেদ (Congress)
অরবিন্দ গণপত সাওয়ান্ত (Shiv Sena-UBT)
এ রাজা (DMK)
এম এম আবদুল্লাহ (DMK)

যা জানা যাচ্ছে, এদিন বৈঠক শুরু থেকেই অস্থির ছিল। যার জন্যে বিতর্কের কারণে সাময়িক মুলতবি ঘোষণা করা হয় প্রথমবার। পুনরায় বৈঠক শুরু হলে ফের উত্তেজনা ছড়ায়। বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে কোনও রীতি মানা হচ্ছে না। সরকার আগে থেকেই তাঁদের অবস্থান ঠিক করে এসেছে। সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। লোক দেখানো বৈঠক করা হচ্ছে। 

Kalyan

এই সব অভিযোগ তুলেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি সাংসদ ও বিরোধী সাংসদদের উত্তপ্ত বাকবিতণ্ডায় উত্তেজনা ছড়ায় জেপিসি বৈঠকে।

asaduddin owaisin1.jpg