BJP-র বড় বৈঠকের ডাক নাড্ডার, ৩২৫টি আসন জেতার টার্গেট

বিজেপির জয় ঠেকাতে অনেক বিরোধী দল ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছে কংগ্রেস পার্টি।

author-image
SWETA MITRA
New Update
jp nadda december.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তিন রাজ্যে ভোটপর্ব মিটেছে। এবার বিজেপির সামনে বড় লক্ষ্য, আর তা হল ২০২৪। কারণ বছর ঘুরলেই দেশে লোকসভা ভোটের দামামা বেজে যাবে। জানা গিয়েছে, ভারতীয় জনতা পার্টির (BJP) জাতীয় সভাপতি জেপি নাড্ডা ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে একটি বড় বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকে সমস্ত জাতীয় পদাধিকারী, রাজ্য সভাপতি, রাজ্য সংগঠনের মন্ত্রী, রাজ্য ইনচার্জ, সমস্ত মোর্চার সভাপতি সহ সহ-দায়িত্বপ্রাপ্তদেরও ডাকা হয়েছে। জেপি নাড্ডার নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠকে লোকসভা নির্বাচনে ৩২৫ টি আসন জয়ের লক্ষ্য নিয়ে আলোচনা করা হবে।

 

গত নভেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। যার ফলাফল চলতি মাসের ৩ ডিসেম্বর ঘোষণা করা হয়। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের মতো হিন্দি পাঁচরাজ্যের মধ্যে তিনটিতেই বিজেপি নিরঙ্কুশ জয় লাভ করেছে এবং তিনটি রাজ্যেই মুখ্যমন্ত্রী পদে নতুন মুখকে সুযোগ দিয়েছে। আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এটিকে বিজেপির একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করা হচ্ছে।