‘তারা এতোটাই সৎ যে সবাই মিলে একসাথে জেলে গিয়েছিল’: জেপি নাড্ডা

'শিক্ষাক্ষেত্রে কাজ করার পরিবর্তে, তারা ২৮০০ কোটি টাকার মদ কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Jp nadda

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “তারা (আম আদমি পার্টি) নিজেদের 'কাট্টার ইমান্দার' বলত, কিন্তু তারা এতটাই 'কাট্টার ইমান্দার' হয়ে গেল যে তাদের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং বিধায়করা সবাই জেলে গিয়েছিল। তারা বলত যে তারা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনবে কিন্তু তারা হাজার হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারি করেছে। আপ-দা সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে যে তাদের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, তাদের মন্ত্রী এবং পাঁচজন বিধায়ক কারাগারে দিন কাটিয়েছে। তারা শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনার দাবি করেছিল। শিক্ষাক্ষেত্রে কাজ করার পরিবর্তে, তারা ২৮০০ কোটি টাকার মদ কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে”।

Jp nadda