BIG NEWS: আবার ট্রেন দুর্ঘটনা! এবার যোধপুর-ভোপাল প্যাসেঞ্জার

লাইনচ্যুত হল ট্রেন। ভারতে আবার ঘটল এক ট্রেন দুর্ঘটনা। রইল এই নিয়ে বিস্তারিত আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: দেশে আবার এক ট্রেন দুর্ঘটনা। জানা যায় যে গতকাল যোধপুর-ভোপাল প্যাসেঞ্জার ট্রেন কোটা জংশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। তবে আহত বা হতাহতের খবর কিছু পাওয়া যায়নি। উদ্ধারকার্য চলছে।