নিজস্ব সংবাদদাতা: দেশে আবার এক ট্রেন দুর্ঘটনা। জানা যায় যে গতকাল যোধপুর-ভোপাল প্যাসেঞ্জার ট্রেন কোটা জংশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। তবে আহত বা হতাহতের খবর কিছু পাওয়া যায়নি। উদ্ধারকার্য চলছে।
VIDEO | Two coaches of Jodhpur-Bhopal passenger train derailed near Kota Junction earlier today. No casualties have been reported so far and rescue operation is underway. More details are awaited. pic.twitter.com/ueHEBWB3F0