Breaking: ফের জটিল পরিস্থিতি, ভারত-পাকিস্তান DGMO বৈঠকের সময় বদল, দুপুরে না এবার সন্ধ্যায় হবে বৈঠক
BREAKING: সোমবার দুপুরে পাকিস্তানে হল ধামাকা! কেঁপে গেল
BREAKING: পাক উত্তেজনার মাঝেই রাজস্থানের স্টেডিয়ামে হামলার হুমকি! সঙ্গে সঙ্গে খালি করা হল
BREAKING: "আমাদের প্রতিবেশীদের জানি"- ভারত-পাক উত্তেজনার মাঝে এবার বিস্ফোরক ইসরোর চেয়ারম্যান!
একটি যুগের অবসান হলো- বিরাট কোহলি
ভাববেন না যে পাকিস্তান বসে থাকবে- সোজা সতর্কবার্তা!
তোমাকে মিস করব চিকস
শুরু ভারত-পাকিস্তান গুরুত্বপূর্ণ বৈঠক, মুখোমুখি দুই দেশের DGMO, যুদ্ধের ভবিষ্যৎ জানা যাবে এরপরেই
ভারত-পাকিস্তান সংঘর্ষে বন্ধ, এবার খুলছে এই ৩২টি বিমানবন্দর

প্রবল ঠান্ডার মধ্যে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীরা! ক্ষোভের আগুনে ফুটছে শহর

২০১৬-র SLST-র চাকরিপ্রাপকরা শুক্রবার করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে বলে জানা গিয়েছে। তার আগেই প্রতিবাদীরা ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
জীদূােূ

নিজস্ব সংবাদদাতা: ২০১৬-র SLST-র চাকরিপ্রাপকরা শুক্রবার করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে বলে জানা গিয়েছে। তার আগেই প্রতিবাদীরা ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন। তাঁরা দাবি করেছেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে হবে। 

এর আগে ২০২৩ সালেও চাকরিপ্রার্থীদের মাথা কামিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। সেই পথেই ফের একবার হাঁটলেন ২০১৬-র SLST-র চাকরিপ্রাপকরা।  মাথা কামিয়ে প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে তাঁরা বলেন, "এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না, আমাদের অপরাধটা কোথায় ? নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে,আমাদের একটা অপরাধ, সেটা হচ্ছে ২০১৬ সালে SLST পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি। এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য।"