JNU—তে এলো বদল, এবার দেবে হিন্দু শাস্ত্রের পাঠ

তবে দিল্লির জেএনইউ এই প্রথম আনলো বদল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jnu

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি JNU-তে যুক্ত হল নতুন তিন শাখা। দীর্ঘদিন এই বিষয় গুলি নিয়ে চর্চা চললেও, এতো দিন একটা আলাদা বিভাগ ছিল না এই তিন শাস্ত্রের ওপর। তবে দিল্লির জেএনইউ এই প্রথম আনলো বদল। এবার থেকে হিন্দু অধ্যয়ন, বৌদ্ধ অধ্যয়ন এবং জৈন অধ্যয়ন করতে পারবে এই তিন শাখার পড়ুয়ারা। তারই নতুন তিন কেন্দ্র স্থাপন হল জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে।

 

GSQsfm0W0AENgbL

Adddd