জাতিগত জনগণনা গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রকাশ্যে আনলেন বড় নেত্রী

জাতিগত জনগণনা সম্পর্কে বড় মন্তব্য করলেন জেএমএমের সাংসদ মহুয়া মাঝি।

author-image
Aniruddha Chakraborty
New Update
mahua majiui.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জাতিগত জনগণনা সম্পর্কে জেএমএমের সাংসদ মহুয়া মাঝি বলেন, "জাতিগত জনগণনা গুরুত্বপূর্ণ কারণ আমরা এখনও জানি না কার উপকারের জন্য কোন নীতি আনা দরকার। যেমন ঝাড়খণ্ডে 'জল, জঙ্গল, জমিন'-এর সংস্কৃতি রয়েছে। ঝাড়খণ্ডে যদি জঙ্গল কেটে তার জায়গায় উন্নয়নের নামে কংক্রিটের মল বানানো হয়, তাহলে সেখানকার মানুষ খুশি হবে না। তেমনি প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব দাবিও রয়েছে। এর জন্য জাতিগত জনগণনা গুরুত্বপূর্ণ। ভারত বৈচিত্র্যে ভরপুর এবং এই কারণেই জাতিগত জনগণনা গুরুত্বপূর্ণ।"