নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড আদিবাসীদের গ্রাম। এই প্রসঙ্গে জেএমএম বিধায়ক কল্পনা সোরেন বলেছেন, "গণতন্ত্রের সৌন্দর্য হলো সবাই তাঁদের মতামত প্রকাশ করতে পারে। স্পিকার উভয় পক্ষের কথা শুনেছেন। আমি বিশ্বাস করি যে আমাদের সকলের ঝাড়খণ্ডের জন্য একসাথে থাকা উচিত। ঝাড়খণ্ড আদিবাসীদের একটি রাজ্য। আমাদের অধিকার জোরদার করে এগিয়ে যেতে হবে এবং সকলের কথা শোনা উচিত।"
/anm-bengali/media/media_files/smAMwalTPHUos15jiNyD.jpg)