নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও-এ হঠাৎ করেই সেখানে উপস্থিত দর্শনার্থীদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে দেয় একদল জঙ্গি। আর এবার এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
/anm-bengali/media/media_files/2024/11/29/1000113366.jpg)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''পহেলগাওঁ-এ পর্যটকদের ওপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের কোনওভাবেই রেয়াত হবে না। ডিজিপি ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আমার ইতিমধ্যেই কথা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে।"