সরগরম উপত্যকায় শান্তিপূর্ণ ভোট-ইতিহাস তৈরি-অবাক বিশ্ব!

জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, "মানুষ বিপুল সংখ্যায় ভোট দিতে আসছেন। এটি একটি ইতিহাস তৈরি। আমরা খুব খুশি যে পুরো উপত্যকা এবং জম্মুতে উৎসাহের সাথে ভোটগ্রহণ হচ্ছে। শ্রীনগর উপত্যকা হোক, উঁচু পর্বতশৃঙ্গ হোক, যেখান থেকে অচলাবস্থার ডাক আসত, সর্বত্রই মানুষ ভোট দিতে আসছেন। এমনকি যেসব এলাকায় বয়কটের ডাক পড়ত, সেখানেও ভোটারদের মধ্যে উৎসাহ রয়েছে। জম্মু ও কাশ্মীরে কীভাবে শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে তা বিশ্বকে দেখতে হবে। বিধানসভা নির্বাচন দেখতে এলাকায় প্রচুর কূটনীতিকও রয়েছেন।" 

প্রসঙ্গত, সরগরম উপত্যকায় আজ বড় পরীক্ষা। জম্মু-কাশ্মীরে আজ দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন চলছে। মোট ৬টি জেলায় ২৬টি আসনে নির্বাচন হবে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কারণ আজ রিয়াসি, রাজৌরি, পুঞ্চ, বাদগাম, শ্রীনগরের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হবে যেখানে বিগত ৩ বছরে একাধিক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ভোট চলাকালীন যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য়ই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু ও কাশ্মীর।