রাতের বড় খবরঃ কোলিহান খনিতে লিফট পড়ে আটক ১৪! তৎপর বাহিনী

রাজস্থানের ঝুনঝুনুতে কোলিহান খনিতে লিফট পড়ে ১৪ জন আটক হয়ে পড়েছে।

author-image
Probha Rani Das
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানের ঝুনঝুনুতে কোলিহান খনিতে লিফট পড়ে ১৪ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক ধর্মপাল গুর্জর বলেন, “আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানায় গিয়েছিলাম, কিন্তু যখন আমি এই তথ্য পাই, সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসি। আমি সবাইকে ফোন করে পুরো পরিস্থিতি খতিয়ে দেখলাম। আমি এসডিএমকে ডেকেছি। উদ্ধারকারী দল কাজ করছে এবং ৬-৭টি অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে আছে। গোটা প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, নিশ্চয়ই সবাই নিরাপদে বের হয়ে আসবেন। 

Add 1