জননেতার বাকি থাকা কাজ সামলাতে প্রস্তুত সেনাপতি!

চম্পাই সোরেন তিনি কি বলছেন এই বিষয়ে?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
2024_1$largeimg_largeimg_1791962906.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল ঝাড়খণ্ডের রাজনীতিতে এসেছে বিশাল ধ্বস। কার্যত বর্তমানে অভিভাবকহীন গোটা রাজ্য। কেননা, গতকাল রাতেই ইডি গ্রেফতার করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি। আর তারপরই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নাম ঘোষণা করেন তিনি। কিন্তু সেই চম্পাই সোরেন তিনি কি বলছেন এই বিষয়ে?

জেএমএম বিধায়ক নেতা নির্বাচিত হওয়ার পরে, চম্পাই সোরেন এদিন বলেন, “ঝাড়খণ্ডের গর্ব রক্ষার জন্য আমরা কাজ চালিয়ে যাব। আমরা রাজ্যে সরকার গঠনের দাবি তুলেছি। আমাদের ৪৭ জন বিধায়কের সমর্থন রয়েছে। আপনি দেখেছেন কিভাবে বছরের পর বছর ধরে এখানে আদিবাসীদের কণ্ঠস্বরকে চাপা দেওয়া হয়েছে। তাই অন্য কারোর হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হবে না। আমরাই নেতার ছেড়ে দায়িত্ব সামলাবো”।

 

স্ব

স

স