নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা প্রতুল শাহ দেও ঝাড়খণ্ডের নতুন সরকার নিয়ে ফের কটাক্ষের সুর ছুঁড়ে দিলেন হেমন্ত সোরেনের দিকে। একই সাথে আক্রমণ করলেন জোট বিধায়কদেরও। এদিন তিনি বলেন, “ঝাড়খণ্ডে শাসক জোটের ৫৬ জন বিধায়ক রয়েছে। এমন কোনও বিধায়ক নেই যারা দাবি করেননি মন্ত্রী হওয়ার। কংগ্রেসও এমনকি দাবি করেছে যে তারা ডেপুটি সিএম পদ পাবে। মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ৬ দিন হয়ে গেছে। অথচ ক্ষমতাসীন জোটের সাধারণ ন্যূনতম কর্মসূচিও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি”।
ধর্মীয় স্থানগুলির সমীক্ষা সম্পর্কে, প্রতুল শাহ দেও আরও বলেন, “যে সমীক্ষা করা হচ্ছে - এটি সবই আদালতের নির্দেশে। এটি প্রশাসনিক নির্দেশে করা হচ্ছে না। আমরা মনে করি যে এগুলো করা হচ্ছে ঐতিহাসিক ভুলগুলো দূর করতে”।