-
নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডে মাওবাদী তল্লাশি অভিযানের সময় আইইডি বিস্ফোরণে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলার এক জওয়ানের।
/anm-bengali/media/post_attachments/935f1aa7-b0e.png)
মৃতের নাম সুনীল কুমার মন্ডল। বাড়ি গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপড়া গ্রামে।
/anm-bengali/media/post_attachments/a6d57ed4-691.png)
তিনি সিআরপিএফের ১৯৩ ব্যাটেলিলিয়নের সাব-ইন্সপেক্টর ছিলেন। আহত হয়েছে বাঁকুড়ার একজন জওয়ান।/anm-bengali/media/post_attachments/a4f18bf6-c12.png)
তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। তারপর মৃতদেহ পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্য রওনা হয়েছে।