‘বিহার, অন্ধ্রকে খুশি করতেই এই বাজেট, ঝাড়খণ্ড গুরুত্বপূর্ণ হয়েও বাদ’

'কেন্দ্রে সরকার ধরে রাখতেই এই সিদ্ধান্ত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mahua maji

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেটের বিষয়ে, জেএমএম সাংসদ মহুয়া মাজি এদিন বলেন, "ঝাড়খণ্ড একটি পিছিয়ে পড়া রাজ্য, এখানে এত খনিজ রয়েছে যে রাজ্যটি দেশে সরবরাহ করে। কয়লা থেকে লোহা পর্যন্ত সমস্ত মূল্যবান খনিজ, কিন্তু ঝাড়খণ্ডের জন্য বিশেষ কিছুই দেওয়া হয়নি৷ রাজ্য সরকার কর্মসংস্থানের জন্য সব কিছু করছে, কিন্তু কয়লার রয়্যালটি বারবার অনুরোধ করার পরেও তা পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ঝাড়খণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত ছিল। এখানকার মানুষদের অনেক আশা ছিল, রেলের জন্যও অনেক টাকা দরকার ছিল। তবে যাদের সাহায্য করা হয়েছে, তা শুধু তাদের খুশি করার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রে সরকার ধরে রাখতেই এই সিদ্ধান্ত”।

 

Adddd