নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডে নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। জোরকদমে চলছে সমস্ত দলের প্রচার অভিযান। জেএমএম নেতা কল্পনা সোরেন এবার তার দলকে কেনও জনগণ ভোট দেবে সেই বিষয়ে ধারণা দিয়েছেন। তিনি হাজারিবাগে একটি জনসভা করেছেন।
তিনি বলেছেন, "আমরা ধর্ম বা বর্ণের নামে কাউকে বিভক্ত করি না। আবুয়া আবাস যোজনার মাধ্যমে আমরা ২৫ লাখ পরিবারকে সংযুক্ত করার কাজ করেছি। বিজেপি তার সময়ে ঝাড়খণ্ডে ১৩ লক্ষ মানুষকে পেনশন দিয়েছে এবং আমাদের সরকার, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মাত্র ২ বছরে ২৭ লক্ষ মানুষকে ১০০০ টাকা পেনশন দেওয়ার কাজ করেছে।" তবে ঝাড়খণ্ডের আসন্ন নির্বাচনে বিজেপি অনৈতিক প্রবেশ ও সাধারণ মানুষের অত্যাচারকে হাতিয়ার করে মাঠে নেমেছে। এখন দেখার এই নির্বাচনে ঝাড়খণ্ডের মানুষ বিজেপির ওপর নিজের ভরসা রাখেন নাকি ফের একবার সরকারের দায়িত্ব পান হেমন্ত সোরেন, এই উত্তর জানা যাবে ২৩ নভেম্বর ঝাড়খণ্ড নির্বাচনের ফল ঘোষণার পর।