ঝাড়খণ্ড নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করতে চলেছে বিজেপি, রইলো বার্তা

এই আবহেই আজ ঝাড়খণ্ডে ইশতেহার প্রকাশ করছে বিজেপি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Bjp - congress

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মাতিয়ে রেখেছে, যা নির্বাচনী পরিস্থিতিকে গড়ে তুলেছে। ভোটারদের নজর রয়েছে কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে। এই ক্ষেত্রগুলি রাজ্যের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। রাজনৈতিক দলগুলি এই চিন্তাগুলিকে তাদের প্রচারে সম্বোধন করে ভোটারদের সাথে সংযোগ স্থাপন করছে। 

এই আবহেই আজ ঝাড়খণ্ডে ইশতেহার প্রকাশ করছে বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধীরা। তবে তাতে কান দিতে রাজি নয় বিজেপি। তারা তাঁদের লক্ষ্যে অবিচল। 

bjp6

আসন্ন ঝাড়খণ্ড নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার প্রকাশের আগে, বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও এদিন বলেন, “আমাদের ইশতেহার শীঘ্রই প্রকাশিত হবে, যাতে ঝাড়খণ্ডের সমস্ত গোষ্ঠী কৃষক, মহিলা, যুবকের কথা উল্লেখ করা হবে। অবকাঠামো এবং উন্নয়নমূলক বিষয়গুলি সহ, সবকিছুই প্রকাশ করা হবে। অন্যদিকে, INDI জোট এখনও পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দেয়নি। এতেই বোঝা যাচ্ছে এদের অবস্থান। আমরাও আসন ভাগাভাগির কথা ঘোষণা করেছি। আমরা ঝাড়খণ্ডে ক্ষমতায় আসতে চলেছি এবং ঝাড়খণ্ডের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এবার বিদায় নিতে চলেছে”।

pratul shah deo.png