নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশিতে সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে সফলভাবে উদ্ধারের প্রশংসা করেছেন।
মুখ্যমন্ত্রী সোরেন বলেন, "উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গের অনিশ্চয়তা, অন্ধকার এবং তীব্র ঠান্ডা কাটিয়ে ১৭ দিন পর আজ আমাদের ৪১ জন সাহসী কর্মী বিজয়ী হয়েছেন। আপনাদের সকলের সাহসিকতাকে স্যালুট জানাই। যেদিন এই দুর্ঘটনা ঘটেছিল, সেদিন দিওয়ালি ছিল, কিন্তু আজ আপনার পরিবারের জন্য দীপাবলি। আমি আপনাদের পরিবার এবং সকল দেশবাসীর নিরপেক্ষ বিশ্বাস ও প্রার্থনাকেও অভিবাদন জানাই। এই ঐতিহাসিক ও সাহসী অভিযান পরিচালনার সঙ্গে জড়িত সকল দলকে আন্তরিক ধন্যবাদ।"
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন, 'দেশের নির্মাণে কোনও শ্রমিকের ভূমিকা উপেক্ষা করা যায় না। প্রকৃতি এবং সময়ের চাকা বারবার আমাদের বলছে যে শ্রমিকদের নিরাপত্তা এবং কল্যাণ আমাদের উদ্দেশ্য এবং নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।'