স্ত্রী সন্তানের সামনেই জঙ্গি হামলায় হত বাংলার গোয়েন্দা অফিসার! কাশ্মীরে নিহত তিন বাঙালি পর্যটক

স্ত্রী সন্তানের সামনেই জঙ্গি হামলায় নিহত হলেন ঝালদার মণীশ রঞ্জন।

author-image
Tamalika Chakraborty
New Update
Kashmir terrorists attacks


নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের আরও এক বাসিন্দা। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের অফিসার মণীশ রঞ্জনকে স্ত্রী ও সন্তানদের সামনে গুলি করে হত্যা করে জঙ্গিরা। গত দুই বছর ধরে হায়দরাবাদে কর্মরত ছিলেন মণীশ। তিনি পুরুলিয়ার ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ছুটিতে পরিবার নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৈসরন উপত্যকায় আচমকা জঙ্গিদের গুলির মুখে পড়েন তাঁরা। সেই এলোপাথাড়ি গুলিবর্ষণে প্রাণ হারান মণীশ রঞ্জন।

amit shah terrorist attack