নিজস্ব সংবাদদাতা : এবার বিহারে কংগ্রেসের অবস্থান নিয়ে বড় দাবি করলেন জেডিইউ (JDU) মুখপাত্র রাজীব রঞ্জন। তিনি বলেন,"মল্লিকার্জুন খড়গে জি কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা। তবে প্রশ্ন হচ্ছে, বিহারে তার দল কি ঠিক পথে পথে এগোচ্ছে ?"
/anm-bengali/media/media_files/1aOz0cVsoYL8SFeop1po.jpg)
তিনি দাবি করেন, ''বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বাস্তবিক অর্থেই, ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরের মূল্যবোধ অনুযায়ী কাজ করেছেন। বাস্তবিক ভাবেই নীতিশ কুমারের প্রতিটি সিদ্ধান্ত সংবিধানিক আদর্শ এবং সামাজিক ন্যায়ের ওপর ভিত্তি করেই নেওয়া হয়।"