ইন্ডিয়া জোট ভেঙে পড়ছে, স্বীকার করে নিলে সদস্য দল

ইন্ডিয়া জোট নিয়ে প্রকাশ্যে এল বড় তথ্য। সকলের আশঙ্কাই সত্যি হতে চলেছে।

author-image
SWETA MITRA
New Update
Indian-National-Developmental-Inclusive-Alliance-INDIA-11

নিজস্ব সংবাদদাতাঃ এখন সকলেই আলোচনা করছেন বিহারকে নিয়ে। বিহারে রাজনৈতিক অস্থিরতা তীব্রতর হয়ে উঠেছে। এরই মাঝে বড় মন্তব্য করলেন জেডিইউ নেতা কে সি ত্যাগী (KC Tyagi)। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। আমরা সমস্ত অ-কংগ্রেসি দলগুলিকে একত্রিত করতে সফল হয়েছিলাম কিন্তু জোট ভেঙে পড়ছে। পাঞ্জাব ও বিহারে ইন্ডিয়া জোট প্রায় ভেঙে পড়েছে। একইভাবে পশ্চিমবঙ্গেও জোট ভেঙে যাচ্ছে। এদিকে, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব কংগ্রেসকে খোলা মনে কাজ করতে বলেছেন।‘