JD (S) : হাসান জেলায় জিতলেও ভোট কমল জেডিএসের

বিজেপির (BJP) প্রীতম গৌড়া ২০১৮ সালে হাসান শহরে এইচএস প্রকাশকে পরাজিত করে ইতিহাস রচনা করেছিলেন। তবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে স্বরূপ প্রকাশ গৌড়াকে ১০ হাজার ভোটে পরাজিত করে JD (S) তাদের দখল ফিরে পেতে সক্ষম হয়েছিল।

author-image
Pritam Santra
New Update
election (2)

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির (BJP) প্রীতম গৌড়া ২০১৮ সালে হাসান শহরে এইচএস প্রকাশকে পরাজিত করে ইতিহাস রচনা করেছিলেন। তবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে স্বরূপ প্রকাশ গৌড়াকে ১০ হাজার ভোটে পরাজিত করে JD (S) তাদের দখল ফিরে পেতে সক্ষম হয়েছিল। জেডি (এস) ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন দখল করেছিল এবং পরে ২০১৮ সালে Hassan জেলার মোট সাতটি বিধানসভা আসনের মধ্যে তাদের সংখ্যা বাড়িয়ে ছয়টিতে উন্নীত করে। তবে ২০২৩ সালে জেডি (এস) মাত্র চারটি আসন দখল করতে সক্ষম হয়েছে।