রেল বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান ও সিইও হলেন জয়া ভার্মা সিনহা

এবার ভারতীয় রেলবোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান ও সিইও নিয়োগ করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
sinha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় রেলে (Indian Railways) এবার বিরাট রদবদল ঘটল। এবার রেল বোর্ডের চেয়ারম্যান সিইও-র পদে প্রথম কোনও মহিলা বসলেন। জানা গিয়েছে, এই পদ পেয়েছেন জয়া ভার্মা সিনহা । তিনিই আগামী রেল বোর্ডের চেয়ারম্যান সিইও হবেন। মন্ত্রি পরিষদের নিয়োগ কমিটি (দুদক) আজ সংক্রান্ত একটি নিয়োগপত্র প্রকাশ করেছে। তিনি বর্তমান বোর্ড চেয়ারম্যান এবং সিইও কে লাহোতির স্থলাভিষিক্ত হবেন। জয়া ভার্মা সিনহা ১৯৮৬ ব্যাচের আইআরটিএস অফিসার। তিনি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের (আইআরএমএস) একজন কর্মকর্তা এবং রেলওয়ে বোর্ডের সদস্য । তিনি আগামী সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।