নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় রেলে (Indian Railways) এবার বিরাট রদবদল ঘটল। এবার রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও-র পদে প্রথম কোনও মহিলা বসলেন। জানা গিয়েছে, এই পদ পেয়েছেন জয়া ভার্মা সিনহা । তিনিই আগামী রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও হবেন। মন্ত্রি পরিষদের নিয়োগ কমিটি (দুদক) আজ এ সংক্রান্ত একটি নিয়োগপত্র প্রকাশ করেছে। তিনি বর্তমান বোর্ড চেয়ারম্যান এবং সিইও এ কে লাহোতির স্থলাভিষিক্ত হবেন। জয়া ভার্মা সিনহা ১৯৮৬ ব্যাচের আইআরটিএস অফিসার। তিনি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের (আইআরএমএস) একজন কর্মকর্তা এবং রেলওয়ে বোর্ডের সদস্য । তিনি আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।