যন্তর মন্তর, আজ ১৪৬ জনের দখলে

এবার প্রতিবাদের আঁচ তপ্ত করবে দিল্লির যন্তর মন্তর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india protest.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এতোদিন সংসদের অন্দরে চলছিল প্রতিবাদ, ধিক্কার মিছিল। আর এবার সেই প্রতিবাদের আঁচ তপ্ত করবে দিল্লির যন্তর মন্তর।

সংসদ নিরাপত্তা লঙ্ঘন ঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে যে প্রতিবাদ দেখিয়েছিলেন সাংসদরা, সেই প্রতিবাদের জন্যে গত ৫ দিনে উভয় কক্ষ থেকে সাসপেন্ড হন ১৪৬ জন সাংসদ। বর্তমানে লোকসভা আর রাজ্যসভা উভয় কক্ষই প্রায় বিরোধী শূন্য। বিবৃতি চাওয়ার এ কেমন শাস্তি, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আজ সেই ১৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে ইন্ডিয়া জোটের নেতারা বিক্ষোভ করবে যন্তর মন্তরে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে সেখানে।

 

hiren