নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিদের সন্ধানে অভিযানের প্রসঙ্গে ডিআইজি উধমপুর-রিয়াসি রেঞ্জ রইস মোহম্মদ ভাট বলেছেন, "অপারেশন চলছে। আমাদের অনুসন্ধান দলগুলি গভীর জঙ্গলে অনুসন্ধান করছে। আমরা ড্রোনের সাহায্যে নজরদারি করছি। নতুন অনুপ্রবেশকারী গোষ্ঠীর সন্ধান করা হচ্ছে। "
/anm-bengali/media/media_files/4vJrpNDnxVueUVHjzMau.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)