নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশ থেকে উত্তরের ঐ সমগ্র এলাকাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি ছিল আজ সকাল থেকেই। সেই অনুযায়ী সতর্কবার্তাও জারি করা হয়েছিল। এমন অবস্থায় ভূ-স্বর্গে বিকেলের পর থেকে কালো করে এলো আকাশ। নামল ভারী বর্ষণ, সঙ্গে ঝোড়ো হাওয়া। আর বৃষ্টি থামতেই উপত্যকার প্রাপ্তি হল শিলাবৃষ্টি।
/anm-bengali/media/media_files/LzY9MAAO88uvvmYg8HDe.jpg)
জম্মু ও কাশ্মীরের রিয়াসি এলাকায় বৃষ্টির পরে শিলাবৃষ্টির ছবি ধরা পড়ল। বহু বছর পর এরকম ভয়ঙ্কর শিলাবৃষ্টির সাক্ষী থাকল জম্মু-কাশ্মীর বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/gj75SasLKQnVU2SQEj85.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)