নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীর বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গুরুত্বপূর্ণ এক ভাষণ দেন। তিনি তার ভাষণে বলেন, "জম্মু ও কাশ্মীর সম্প্রতি একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২২ সালে গুরেজ ভ্যালি একটি উদীয়মান পর্যটন কেন্দ্র হিসেবে সেরা গন্তব্যস্থলের পুরস্কার পেয়েছে, যা তার আবেদনকে আরও শক্তিশালী করেছে।"
/anm-bengali/media/media_files/XFC2B0l23UhtSj2NSRhu.jpg)
তিনি আরও বলেন, "২০২৩ সালের সেপ্টেম্বর মাসে, গুরেজের দাওয়ার গ্রাম কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক থেকে স্বর্ণ বিভাগে সেরা পর্যটন গ্রামের পুরস্কার লাভ করেছে।এভাবে, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের পর্যটন খাতের উন্নতি, রাজ্যের পর্যটন সক্ষমতা ও তার সম্ভাবনার গুরুত্ব তুলে ধরেন।