নিজস্ব সংবাদদাতা: শৈলশহরও এখন প্রবল গরমে পুড়ছে। আবহাওয়ার রিপোর্ট বলছে, গত ১০ বছরে উপত্যকায় এমন গরম দেখা যায়নি। হাঁসফাঁস অবস্থা সেখানকার স্থানীয় বাসিন্দাদের। কবে গরম কমবে তা বলতে পারছে না আইএমডি। তবে এই প্রবল গরমের জন্যে এবার বিশেষ সতর্কতা দিল জম্মুর জেলা ম্যাজিস্ট্রেট।
জম্মু জেলা ম্যাজিস্ট্রেট শচীন কুমার বৈশ্য এদিন বলেন, “প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু ড্রাফ্ট অ্যান্ড প্যাক অ্যানিমেলস রুলস, ১৯৬৫-এর ধারা ৬ অনুযায়ী, অধীক তাপমাত্রার কারণে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বাইরে না বেড়ানোর নির্দেশ জারি করা হয়েছে। এর মধ্যে কোনও ব্যক্তি কোনও যানবাহন আঁকা বা কোনও লোড বহনের জন্য কোনও প্রাণীকে নিয়েও বাইরে বেড়তে পারবেন না। যেমন- মোষ, গরু, পাহাড়ি ঘোড়া, খচ্চর, গাধা এবং উট সহ অন্যান্য প্রাণীদের এই সময় কালে প্রবল তাপপ্রবাহ চলাকালীন বাইরে বের করলে তাঁদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সেই নিয়ম কেউ ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হবে নির্দিষ্ট ব্যক্তিকে”।