নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও-এ একটি অতর্কিত জঙ্গি হামলায় বেশকিছু পর্যটক আহত ও নিহত হয়েছেন। আর এবার এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
/anm-bengali/media/media_files/qXchzsQ7ds88RJaPVsLK.jpg)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,"মৃত্যুর সংখ্যা এখনও স্পষ্ট হয়নি, তাই আমি এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হলে সরকারিভাবে তা জানানো হবে। তবে একথা বলাই যায় যে, সাম্প্রতিক সময়ে নিরীহ নাগরিকদের ওপর এতবড় হামলা আর দেখা যায়নি।"