রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি, ফের ক্ষয়ক্ষতির সম্মুখীন সাধারণ মানুষ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার চেরওয়ান কঙ্গন এলাকায় মেঘ ভাঙার ফলে ধানক্ষেতের ক্ষতি হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
vxccv61.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার চেরওয়ান কঙ্গন এলাকায় মেঘ ভাঙার ফলে ধানক্ষেতের ক্ষতি হয়েছে, বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তূপে আটকে গেছে এবং আবাসিক এলাকায় জল ঢুকে গেছে।

vxccv62.jpg

পাদাবালের কাছে এসএসজি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে কারণ নিকটবর্তী খালটি উপচে রাস্তায় কাদা জমে গেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

vxccv60.jpg

Adddd