নিজস্ব সংবাদদাতা: অশান্তির আগুন নিভছেই না মণিপুরে। এবার সিআরপিএফের উপরেই হামলা। পাল্টা গুলিতে নিহত কমপক্ষে ১০ জঙ্গি। নিহতরা সকলেই কুকি সম্প্রদায়ের বলেই জানা গিয়েছে। হামলার পরই মণিপুর জুড়ে কার্ফু জারি করা হয়েছে।
মণিপুরে যখন এমন অশান্তির আঁচ, তখন যেকোনও রকম খারাপ পরিস্থিতির জন্যে প্রস্তুতি সেরে রাখছে ভারতীয় সেনাবাহিনী। এই মুহুর্তে জম্মু-কাশ্মীরের আবহাওয়া এমনিই উত্তপ্ত, তাই সেখানে যেকোনও মুহুর্তে সন্ত্রাসী হামলা চলতে পারে বলেই আশঙ্কা করছে সেনা। তাই আগাম প্রস্তুতি সারছে জম্মু-কাশ্মীরের সেনা বাহিনী।
সেই অনুযায়ী আজ, নিরাপত্তা বাহিনী বিশ্বের সর্বোচ্চ রেল সেতু-চেনাব রেল সেতুতে একটি মক ড্রিল পরিচালনা করলো। জেলা পুলিশ রেসি সহ SOG, CRPF 126bn, GRP, RPF, SDRF, VDG, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি এবং মেডিকেল টিম সেই মক ড্রিলে অংশ নেয়।