বিশ্বাসের মহাকুম্ভ! অযোধ্যায় গিয়ে কী বললেন রাজ্যপাল

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, "উত্তর প্রদেশ সরকারের দুই মন্ত্রী জম্মুতে এসে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি বিশ্বাসের মহাকুম্ভ।"

author-image
Tamalika Chakraborty
New Update
 LG Manoj Sinha

নিজস্ব সংবাদদাতা:  অযোধ্যায় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হনুমানগড়িতে পুজো করলেন। মহা কুম্ভ সম্পর্কে তিনি বলেন, "উত্তর প্রদেশ সরকারের দুই মন্ত্রী জম্মুতে এসে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি বিশ্বাসের মহাকুম্ভ। ভারত সরকার এবং উত্তর প্রদেশ সরকার একসাথে দেবত্ব ও মহিমা প্রদানের চেষ্টা করেছে। ইভেন্টে সারা বিশ্ব থেকে মানুষ আসবে এটি প্রয়াগরাজ এবং আশেপাশের অঞ্চলের অর্থনীতিকেও শক্তিশালী করবে।"

LG Manoj Sinha